দেশের গানের বিশাল ঝাঁপি ঝাঁপি চন্দ্রবিন্দু একশ একটি স্বরলিপি

সূচিপত্র

• আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি • আজি বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি • আমি বাংলায় গান গাই • আমায় যদি প্রশ্ন করে আলো নদীর এক দেশ • আমায় তুমি এতো দেখেও চিনতে পারলে না • আমায় গেঁথে দাও না মাগো • আমার দেশের মাটির গন্ধে ভরে আছে সারা মন • আমার ভায়ের রক্তে রাঙ্গান • আমার দেশের মতন এমন দেশ কি কোথাও আছে • আমাদের দেশটা স্বপ্নপুরী • আমাদের বাংলাদেশের নাম • আমি ভয় করব না ভয় করব না • আমরা করব জয় • আকাশ আমার ধরের ছাউনী • আমরা মিলেছি আজ মায়ের ডাকে • উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সব ঘুরে এক ব্রহ্মচারী • একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গায় • এই পদ্মা এই মেঘনা, এই যমুনা সুরমা নদী তটে • একি অপরূপ রূপে মা তোমায় হেরিনু পল্লী জননী • এক সাগর রক্তের বিনিময়ে • এক নদী রক্ত পেরিয়ে বাংলার আকাশে • একতারা, তুই দেশের কথা বল রে এবার বল • একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার • এ দেশের নাম রেখেছি সোনার বাংলাদেশ • এমন সোনার দেশ ওরে ভাই • একবার গালভরা মা ডাকে • একটি মুক্ত পাখি একটি সুনীল আকাশ • এবার তোর মরা গাঙে বান এসেছে • এঁ উজ্জ্বল দিন ডাকে স্বপ্ন রঙ্গিন • ওরে আমার দেশের মানুষ, আমার অনেক আশা • ও আমার বাংলা মা তোর আকুল করা • ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা
ও মাঝি নাও ছাইড়া দে ও মাঝি পাল উড়াইয়া দে • ও ভাই খাটি সোনার চেয়ে খাটি • ও আমার এই বাংলা ভাষা • কচি সোনা মুখে হাসি শুশি ভরা মন • কারার এ লৌহ কপাট • গঙ্গা সিন্ধু নর্মদা • চাষাদের মুটেদের মজুরের • জন্মভূমি তুমি, কি মায়াতে বেঁধেছ আমায় •জন্ম আমার ধন্য হল মাগো • জন্ম থেকেই জ্বলছি মাগো • জয় বাংলা বাংলার জয় • জনতার সংগ্রাম চলবেই • জেগেছে মানুষ জেগেছে জনতা • জাগো নারী জাগো বহ্নি-শিখা • তীরহারা এই ঢেউয়ের সাগর • তুমি চলে গেছ থেকে যাবে তবু নাম • তোর আপন জনে ছাড়বে তোরে • দুর্গম গিরি কান্তার মরু • দু’নয়ন ভরে যত দেখি তারে • ধিতাং ধিতাং বোলে, এ মাদলে তান তোলে • ধনধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা • ধনে আর ধানে ভরা সুরে আর গানে ভরা • নদীর ধারে পথ, পথ পেরিয়ে গাঁ • নোঙ্গর তোল তোল • নিশিদিন ভরসা রাখিস, ওরে মন • পদ্মা মেঘনা সুরমা যমুনা • পথের ক্লান্তি ভুলে গ্নেহভরা কোলে তব • পলাশ ঢাকা কোকিল ডাকা আমার এ দেশ ভাইরে • প্রতিদিন তোমায় দেখি সূর্যরাগে • পূর্ব দিগন্ত সর্ব উঠেছে • ফিরে চল্‌, ফিরে চল্‌, ফিরে চল্‌ মাটির টানে • বঙ্গবন্ধু ফিরে এলে তোমার স্বপ্নের স্বাধীন বাংলায় • বাংলার হিন্দু, বাংলার বৌদ্ধ, বাংলার খৃষ্টান • বাঁধ ভেঙ্গে দাও, বাঁধ ভেঙ্গে দাও, বাঁধ ভেঙ্গে দাও • বাংলা, বাংলার মুখ আমি দেখিয়াছি • বিচারপতি তোমার বিচার করবে যারা • বিজয় নিশান উড়ছে ঐ • ব্যথ প্রাণের আবর্জনা পুড়িয়ে ফেলে • বজ্ আমার, জননী আমার, ধাত্রী আমার, আমার দেশ • বিধির বাধন কাটবে তুমি এমন শক্তিমান • বাংলাদেশের স্বাধীনতা, লক্ষ প্রাণের দান • ভুলবো না ভুলবো না • ভেবনা গো মা তোমার ছেলেরা • ভালবেসে দেশ যারা ঢেলে দিলো • মাটি তুমি মায়ের মতন • মাগো ভাবনা কেন • মুক্তির মন্দির সোপান তলে • মুক্তির একই পথ সংগ্রাম • মোরা ঝঞ্চার মত উদ্দাম • মোরা একটি ফুলকে বাচাবো বল • মোদের গরব মোদের আশা, আ মরি বাংলা ভাষা • মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নে রে ভাই • যদি মরণের পরে কেউ প্রশ্ন করে কি দেখেছি • যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই • যে দেশেতে শাপলা শালুক ঝিলের জলে ভাসে • যে মাটির বুকে খুমিয়ে আছে লক্ষ মুক্তিসেনা • যে তোমায় ছাড়ে ছাড়ক, আমি তোমায় ছাড়ব না মা • রাষ্ট্রভাষা আন্দোলন করিলিরে বাঙালি • রইল বলে রাখলে কারে • শোন, একটি মুজিবরের থেকে • শুভ কর্মপথে ধর’ নির্ভয় গান • শ্যামল বাংলাদেশ আমার সবুজ বাংলাদেশ • সব কটা জানালা খুলে দাও না • সালাম সালাম হাজার সালাম • সূর্যোদয় তুমি সুর্যানেও তুমি • (সেদিন আকাশে শ্রাবণের মেঘ ছিল ছিল না চাঁদ • সোনা সোনা সোনা, লোকে বলে সোন • স্বাধীনতা তুমি এসেছো বলেই • হাজার বছর পরে আবার এসেছি ফিরে

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

EN