গীটারে জন্মভূমির গান স্বরলিপি দ্বিতীয় খন্ড(১৪ টা গান)

সূচিপত্র

• একবার যেতে দেনা আমায় ছোট্ট সোনার গাঁয়
• এই পদ্মা। এই মেঘনা, এই যমুনা সুরমা নদী তটে
• সূর্যোদয়ে তুমি, সূর্যাস্তেও তুমি
• আমায় যদি প্রশ্ন করে, আলো-নদীর এক দেশ
• উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সব ঘুরে এক ব্রহ্মচারী
• ও মাঝি নাও ছাইড়া দে ও মাঝি পাল উড়াইয়া দে
• জন্মুভুমি তুমি, কি মায়াতে বেঁধেছ আমায়
• যদি মরণের পরে কেউ প্রশ্ন করে কি দেখেছি?
• ওরে আমার দেশের সানুষ, আমার অনেক আশা
• কঁচি সোনা মুখে হাসি খুশী ভরা মন
• যে দেশেতে শাপলা শালুক ঝিলের জলে ভাসে
• আমার দেশের মাটির গন্ধে ভরে আছে সারা মন
• নদীর ধারে পথ, পথ পেরিয়ে গাঁ
•পদ্মা মেঘনা সুরমা যমুনা

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

EN