সংগীতের জগতে আলোকিত এক তারকা, যে সবার মনের শহর গড়ে দিতে পারে সুরের ঝর্ণাধারায়, তার নাম এনামুল কবির। বাংলাদেশের সংগীতে একজন অনন্য পথিকৃৎ, এনামুল কবির ৬৫ বছর ব্যাপী অবিশ্বাস্য অবদান রেখে চলেছেন।
বাংলাদেশের সাংস্কৃতিক কর্মকাণ্ডে একলা নিখুঁত স্বরলিপি করে প্রায় ২৫টি বই ও প্রায় ৫৫টি সিডি, ভিসিডি’র মাধ্যমে সংরক্ষণ করেছেন। এসব গানের গীতিকার, সুরকার ও শিল্পীর তথ্যও তিনি উল্লেখ করেছেন তার লেখা বইতে। যে বই গুলো মিটিয়ে যাচ্ছে সংগীত পিপাসুদের তৃষ্ণা।
তার রচিত দেশের গান গুলো ১৯৭১ সালে মুক্তিযোদ্ধাদের চেতনাকে উজ্জীবিত করেছিল।
দেশের সীমানা ছাড়িয়ে তার সম্মান আজ আন্তরজাতিক পর্যায়ে। সংগীত এর আকাশে তিনি এক উজ্জল নক্ষত্র।
দেশ ও স্বদেশের মাটির প্রতি মানুষের মমন্ববোধ চিরন্তন। এই মমত্ববোধ মানুষকে করে তোলে দেশপ্রেমিক। দেশপ্রেমিক যানুষই দেশের মানুষ আর মাটিকে ভালবাসে।
নাচের গানের সুর নজরুল পর্ব
এই শিল্পকে বিশেষ করে নবীনদের কাছে তুলে দেয়ার জন্য বারো বছর পূর্বে গীটারের প্রথম স্বরলিপির বই প্রকাশ করি। অভিজ্ঞতার আলোকে তারপর দেখলাম সংগীতের জন্য স্বরলিপির গ্রন্থ এবং মিষ্টি সুরের গিটারের ক্যাসেটের চাহিদা রয়েছে অনেক।
গীটারে নজরুল গীতির সুর
একটা সময় ছিল যখন গীটারের মুষ্টিমেয় ক'জন শিল্পী ছিলেন। কিন্ত এখন এই শিল্পের বিস্তৃতি হয়েছে অনেক। তরুণ - তরুণীরা গীটার শিল্পের প্রতি আগ্রহী হয়েছে, হচ্ছেন। এক সময় সুরের নেশায় গীটার হাতে নিয়েছি, এখন গীটার আমার নেশা।